.

Trusted news blog of the World.

“আইএসআই” এখন কোথায় কেমন আছে..!

isi- sikderonline-terorist
isi- sikderonline-terorist

“আইএসআই” এখন কোথায় কেমন আছে..! ইসলামিক স্টেট গোষ্ঠী অনলাইনে যেভাবে শিরশ্ছেদের মতো ভয়াবহ সব ভিডিও দিয়ে প্রচারাভিযান চালাতো, তা আর কোনো জঙ্গী সন্ত্রাসী গোষ্ঠী কখনো করেনি। এসব ভিডিওর নির্মাণশৈলী ছিল অত্যন্ত উন্নত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছিল এগুলো।

এর  কি কারন হতে পারে?
বিভিন্ন অনুসন্ধানে উঠে এসেছে, আইএসআইয়ের প্রচারযন্ত্রের উত্থান ও পতনের কাহিনি।

আইএসআইয়ের হাতে ছিল অত্যন্ত দক্ষ এক প্রচার-যন্ত্র; কিন্তু গত বছর সেপ্টেম্বর থেকে তা যেন থেমে গেছে। একসময় আইএসআইয়ের ভিডিও যেন বানের জলের মতো ছড়াচ্ছিল; হঠাৎ করেই তা যেন পানির ফোঁটার মত পরিণত হয়ে গেছে।
আইএসআই’র অনলাইন প্রচারাভিযান শুরু হয় ২০১৪ সালে। অন্তত পাঁচটি ভাষায় তাদের নানা রকম বিবৃতি, রেডিও বুলেটিন, গ্রাফিক্স এবং ভিডিও প্রচার করা হতো। এগুলোতে আইএসআই’র সক্ষমতাকে বড় করে দেখানো হতো, অন্যদিকে কোনো  পরাজয়ের খবর কমিয়ে দেখানো হতো।

অক্টোবর ২০১৭-তে আইএসের স্ব-ঘোষিত খিলাফতের রাজধানী রাক্কার পতন ঘটে। এখন আইএসআই এর নিয়ন্ত্রণে সিরিয়ার খুব সামান্য এলাকাই রয়েছে ; তারপর থেকেই অন-লাইনে তাদের উপস্থিতি আগের চেয়ে বহুগুণ কমে যায়। তবে আইএসআই’র আদর্শ এখনো বহাল রয়েছে।

আইএসআই’র একের অধিক নিজস্ব ম্যাগাজিন ছিল। এমনকি ছিল বাচ্চাদের জন্য আরবি শেখার অ্যাপ ও নামাজের আহ্বান সম্বলিত অ্যাপ। আইএসআই এর অধিকৃত এলাকার বিভিন্ন প্রদেশ থেকে সুন্দর জীবনের চিত্র তুলে ধরা হতো কিছু ভিডিওতে। যদিও এর খুব কমই ছিল সঠিক।

কিন্তু অক্টোবর মাসে সব কিছু বদলে গেল। “আইএসআই” এখন কোথায় কেমন আছে..!

প্রতিদিন প্রকাশিত জিনিসের সংখ্যা ২৯ থেকে ১০-এ নেমে এলো; তাদের নিজস্ব সংবাদ সংস্থা আমাকে সেপ্টেম্বর মাসে দিনে বেরুতো ৪২১টি খবর, নভেম্বর মাসে এটা কমে হলো ১২৮;  আইএসআই’র  প্রকাশিত ম্যাগাজিন রুমিয়া ও সেপ্টেম্বর থেকে আর বের হচ্ছে না।
এরপর এখন তাহলে কি হচ্ছে?

এখন যদিও আইএস’র অনলাইনে বিবৃতি রিপোর্ট ইত্যাদির পরিমাণ কমে গেছে – তবে এখন যা প্রকাশ করা হচ্ছে তার মধ্যে খেলাফতের প্রাত্যহিক জীবনযাত্রার পরিবর্তে বরং সামরিক তৎপরতার কথা আরো বেশি করে বলা হচ্ছে।

জানা যায়, তাদের মিডিয়া কার্যক্রমে আইএস এখনো বিপুল অর্থ বিনিয়োগ করছে।
তথ্যসুত্র:  আই এস এর প্রচার যন্ত্র কি হঠাৎ থেমে গেছে?

আরো জানুন:

(১) এমন কিছু খাদ্যাভাস যা আপনাকে সুস্থ রাখতে অপরিহার্য

(২) আমলকীর কার্যক্ষমতা, না জানলে আমলকির গুনাগুন সম্পর্কে বুঝতে পারবেন না।Your SEO optimized title page contents