.

Trusted news blog of the World.

অজানা দাম্পত্যে জড়িয়েছেন অমিতাভ বচ্চন

বলিউডের অন্যতম জুটি অমিতাভ ও জয়া বচ্চন। চার দশকেরও বেশি সময় ধরে চলছে তাদের দাম্পত্য জীবন। সুখী দম্পতি হিসেবেই বলিউডে পরিচিত তারা।

কিন্তু অমিতাভের এক সময়ের বন্ধু ও রাজনীতিবিদ অমর সিংয়ের দাবি, অনেক আগে থেকেই আলাদা থাকেন অমিতাভ-জয়া!

একসময় বন্ধু থাকলেও অমর সিংয়ের সঙ্গে এখন সম্পর্কে মোটেও ভালো নয় অমিতাভের। এছাড়া ভারতের সমাজবাদী পার্টির সঙ্গে বচ্চন পরিবারের দূরত্বের কারণ হিসেবেও মনে করা হয় তাকে।

এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে অমর সিং বলেন, “আমার সঙ্গে দেখা হওয়ার আগে থেকেই অমিতাভ এবং জয়া আলাদা থাকেন। তাদের একজন ‘প্রতীক্ষা’ ও অন্যজন ‘জনক’ বাংলোতে থাকতেন।

এছাড়া ঐশ্বরিয়া এবং জয়ার মধ্যে সমস্যার কথাও শোনা গেছে। তবে আমি এ জন্য দায়ি না।”

১৯৭৩ সালের ৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন অমিতাভ-জয়া। গত বছর বিয়ের ৪২তম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন তারা।

বাস্তব জীবনের জুটি ছাড়াও বলিউড ক্যারিয়ারে একসঙ্গে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন এ জুটি।

the link shown detail about Amitabh : অমিতাভ বচ্চন 

বাস্তব কিংবা সিনেমার রুপালি পর্দা, সব জায়গাতেই তারা সমানভাবে প্রশংসিত। দীর্ঘদিনের দাম্পত্য জীবনে তাদের কখনই দেখা যায়নি একে অপরের বিরুদ্ধে কোনো কথা বলতে।

বরং একজন অন্যজনের প্রশংসায় পঞ্চমুখ থেকেছেন সবসময়।

প্রণয়ের ব্যপারে অমিতাভ বচ্চন বলেন, “অবশ্যই! দুর..!, এটা একটা বোকা প্রশ্ন!” এবং তারপর সেই বিবৃতিটিকে সাধারন করে তিনি বলেন, “আমি এখনো একজন পুরুষ, নারী, শিশু জুড়ে আসতে পারছি না, যারা সাহায্য করতে পারে না,

কিন্তু সম্পূর্ণরূপে, আবেগপ্রবণ, অসহায়, নিদারুণভাবে এবং বিশেষ করে হতাশভাবে, তার সাথে প্রেমে পড়ে। তাই কেন আমি একা singled করা উচিত? ”

দাম্পত্য জীবনে দুই সন্তানের জনক-জননী তারা। বড় ছেলে অভিষেক বচ্চন বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা। অন্যদিকে একমাত্র মেয়ে শ্বেতা।

প্রায় দশ বছর আগে তাদের পরিবারে পুত্রবধূ হয়ে আসেন বলিউড অভিনেত্রী এবং সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাই।

বর্তমানে তাদের পরিবারের নতুন সদস্য অভিষেক এবং ঐশ্বরিয়ার একমাত্র মেয়ে আরাধ্য বচ্চন।

আরো জানুন:

(১) বাংলাদেশে মোবাইল ফোর জি সেবা

(২)  বিমান সাদা হবার রহস্য

Your SEO optimized title page contents