
ক্রিকেটকে অলিম্পিকে ফেরানোর পক্ষে মত দিয়েছেন অনেক ক্রিকেটপ্রেমী; আর সেই দাবির সঙ্গে এবার একমত পোষন করলেন ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়। অলিম্পিকে টি-টোয়েন্টি ইভেন্ট চায়ঃ দ্রাবিড়
বিশ্বের সবচেয়ে বড় খেলার আসর অলিম্পিকে টি-টোয়েন্টি অন্তর্ভূক্তির পক্ষে ভারতের সাবেক এই অধিনায়ক বক্তব্য দেন; তার মতে, ক্রিকেটের বিস্তারের জন্যই নাকি এই উদ্যোগ নেওয়া প্রয়োজন।
অলিম্পিকে টি-টোয়েন্টি ক্রিকেট যোগ করার বিষয়ে ইংল্যান্ড ওয়ানডে ও টি-টুয়েন্টি অধিনায়ক ওয়েন মর্গ্যানও তাগিদ দেন; ২০১৮ সালে আইসিসি এক জরিপ পরিচালনা করেন; এতে দেখা যায় যে, প্রায় ৮৭ শতাংশ ক্রিকেট অনুরাগী সমর্থক অলিম্পিকে ক্রিকেট খেলা দেখতে চান।
আরো খবর জানুনঃ
(১) যুক্তরাষ্ট্রে যে প্রক্রিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হয়!
(২) মজিবর রহমান চৌধুরী নিক্সন এখন যুবলীগ এর সভাপতিমণ্ডলীর সদস্য।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অবশ্য অলিম্পিকে ক্রিকেট খেলার অন্তর্ভূক্ত করার বিষয়ে বরাবরই অনাগ্রহী। যার জের ধরে ২০১০ ও ২০১৪ সালের এশিয়ান গেমসে ক্রিকেট খেলা যু্ক্ত করা হলেও সেখানে ভারত কোনো দল পাঠায়নি; তবে দেশটির ব্যাটিং কিংবদন্তি দ্রাবিড় এবার তার মুখ খুলেছেন, তিনি তার বক্তব্যে এটি সু-স্পষ্টভাবে প্রকাশ করেছেন যে ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় মিলনমেলা অলিম্পিক আর তাতে ক্রিকেট থাকুক। ‘এ নিউ ইনিংস’ নামের একটি বইয়ের ভার্চুয়াল উদ্বোধনের বক্তব্যে তিনি এ প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরেন।
তিনি বলেন, “আমার মনে হয়, খেলাটির জন্য এটা দারুণ ব্যাপার হবে, যদি টি-টোয়েন্টি সংস্করণ অলিম্পিকে কোন ইভেন্ট হয়। এখন অনেক দেশই ক্রিকেট খেলছে। আর আমি অবশ্যই টি-টোয়েন্টি খেলার সম্প্রসারণের পক্ষে।”
১৯০০ সাল পর্যন্ত অলিম্পিকে ক্রিকেট খেলা ছিল। এর পর আর অলিম্পিকে ক্রিকেট খেলাকে আর দেখা যায়নি; সেবার প্যারিসে অনুষ্ঠিত হওয়া সেই একমাত্র ম্যাচটিতে ফ্রান্সকে ১৫৮ রানে হারিয়ে যুক্তরাজ্য জিতেছিল সোনার পদক; গত বছর আইসিসি তার বক্তব্যে জানিয়েছিলেন যে, ২০২৮ সালে ক্রিকেটকে আবার অলিম্পিকে অন্তর্ভুক্ত করার বিষয়ে তারা জোর চেষ্টা করছেন।
১৯৯৮ সালে কমনওয়েলথ গেমসে ৫০ ওভার ক্রিকেটের একটি প্রতিযোগিতা অন্তর্ভূক্তি করা হয়েছিল, সেবার সেখানে চ্যাম্পিয়ন হয়ে দক্ষিণ আফ্রিকা সোনা জিতেছিল; আগামী ২০২২ সালের আসরে সেখানে নারীদের টি-টোয়েন্টি প্রতিযোগিতা যোগ করা হয়েছে, আর সেই আসরে মোট আটটি দল খেলবে বলে খবর শোনা যাচ্ছে। অলিম্পিকে টি-টোয়েন্টি ইভেন্ট চায়ঃ দ্রাবিড়