
কখন এবং কোথায় করোনাভাইরাসের টিকা নেবেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ফেসবুক বলে দিবে সে তথ্য; করোনা টিকার নোটিফিকেশন চালু করতে যাচ্ছে ফেসবুক! সামাজিক যোগাযোগ এর জায়ান্ট মাধ্যম ফেসবুক সম্প্রতি এ বিষয়ে ঘোষণা দিয়েছে।
সামাজিক মাধ্যম এর মধ্যে জায়ান্ট এই প্রতিষ্ঠানটি সারা বিশ্বজুড়ে স্বাস্থ্য সংস্থাগুলোকে ১২ কোটি ডলারের বিজ্ঞাপন ক্রেডিটও দেবে; স্বাস্থ্য সংস্থাগুলোকে কোভিড-১৯ টিকা নিয়ে প্রচারণা চালাতে সহায়তা করবে এই ক্রেডিট।
স্পেস স্টেশনের ক্যামেরায় ধরা পড়া পৃথিবীর ভুতুড়ে আলো (ভিডিও)
তারও পাশাপাশি প্ল্যাটফর্ম থেকে কোভিড-১৯ বিষয়ে মিথ্যা দাবি সরানোর লক্ষ্যে তালিকা বাড়াতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছে ফেসবুক; উদাহরন স্বরুপ, কোভিড-১৯ মানবসৃষ্ট, টিকা কার্যকরী নয় এবং টিকা অঙ্গহানীর কারণ হতে পারে এমন দাবিগুলোও থাকবে এই তালিকায়।
আরো বলা হয় এর আগে যে গ্রুপগুলো ফেসবুকের কোভিড-১৯ নীতিমালাগুলো অমান্য করেছে সেই গ্রুপগুলোতে সাময়িকভাবে অ্যাডমিনের অনুমোদন গ্রহনের মাধ্যমে সেই সব পোস্ট বাধ্যতামূলক করা হবে।
অন্য একটি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে যারা টিকা নিতে নিরুৎসাহিত করছেন, তাদের অ্যাকাউন্ট খুঁজে বের করা কঠিন করে তুলবে ফেসবুক কর্তৃপক্ষ; করোনা টিকার নোটিফিকেশন চালু করতে যাচ্ছে ফেসবুক!
আমাদের মহাকাশে গোপন ‘সুপার-হাইওয়ে নেটওয়ার্ক’
যেসব ফেসবুক ও ইনস্টাগ্রাম গ্রুপ, পেইজ এবং অ্যাকাউন্ট থেকে বারবার কোভিড-১৯ বিষয়ে ভুয়া দাবি তোলা হবে; সেগুলো পুরোপুরি সরিয়ে ফেলবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
জানা যায় যে, গত বছর নভেম্বরেই প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, তারা কোভিড-১৯ টিকার বিষয়ে গ্রাহককে প্রশাসনিক তথ্য দেবে এই জায়ান্ট কর্তৃপক্ষ ফেসবুক।তাদের এই ঘোষনার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানা যায়।
বিরল প্রজাতীর গিরগিটির দেখা মিললো প্রায় শতবর্ষ পর।
প্রকাশ থাকে যে, ফেসবুক কর্তৃপক্ষ বিভিন্ন নোটিফিকেশনের মাধ্যমে তার গ্রাহকদের উক্ত টিকাদান কর্মসুচি সম্পর্কে বিশদ আলোচনা করবে; এবং নির্দিষ্ট এলাকায় কখন কোথায় কর্মসুুচি বাস্তবায়ন করা হবে তাও নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে।