
সারা বিশ্ব জুড়ে নেট দুনিয়ার কোটি কোটি গ্রাহকের তথ্য ফাঁস হয়ে গেছে। এমনটা বলা হচ্ছে যে, বিশ্বের সবচেয়ে বড় সাইবার আক্রমণ এটি; বিশ্বে ৩২৭ কোটি মানুষের পাসওয়ার্ড হ্যাক: সবচেয়ে বড় সাইবার আক্রমন।
সবচেয়ে বড় এই সাইবার আক্রমন এর ফলে জিমেইল এবং হটমেইল মিলিয়ে প্রায় ৩২৭ কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চলে গেছে হ্যাকারদের হাতে বলে ধারণা করা হচ্ছে; বিশ্বে ৩২৭ কোটি মানুষের পাসওয়ার্ড হ্যাক: সবচেয়ে বড় সাইবার আক্রমন
স্পেস স্টেশনের ক্যামেরায় ধরা পড়া পৃথিবীর ভুতুড়ে আলো (ভিডিও)
আশঙ্কা করা হচ্ছে যেহেতু মেইলের সঙ্গে নেটফ্লিক্স ও বিটকয়েনসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটের অ্যাকাউন্ট যুক্ত থাকে; তাই মেইলের পাসওয়ার্ড ব্যবহার করে সেই সমস্ত অ্যাকাউন্ট এ প্রবেশ করে সেখান থেকেও তথ্য হাতানো হতে পারে।
শুধু এটাই নয়, ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে জিমেইলের অ্যাকাউন্ট যুক্ত থাকে; ফলে ওই ৩২৭ কোটি ব্যবহারকারীর বহু গোপন নথি চুরি যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে পরিলক্ষিত হচ্ছে।
আমাদের মহাকাশে গোপন ‘সুপার-হাইওয়ে নেটওয়ার্ক’
জানা যায় এর আগে ২০১৭ সালেও এই একই ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছিল; কিন্তু এমন ঘটনা ঘটলেও তখন হাতিয়ে নেওয়া হয়েছিল সব মিলিয়ে প্রায় ১৪০ কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য।
এ ব্যাপারে বিশেষজ্ঞরা যা বলছেন, তা হলো হ্যাকারদের আক্রমণ থেকে বাঁচতে শীঘ্রই পাসওয়ার্ড বদলে ফেলা উচিত; ছোট-বড় বর্ণ বা অক্ষর, সিম্বল, ও নম্বরসহ আরও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তারা।
সূত্র: দ্য সান