
প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি হলো সেডান কার বা চার চাকার প্রাইভেট কার; যেটি তৈরি করেছে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান পিএইচপি অটোমোবাইলস কোম্পানি। বাংলাদেশে প্রথম প্রাইভেট কার তৈরি করলো পিএইচপি।
বলা হচ্ছে যে দেশে তৈরি এই প্রোটন নিউ সাগা এমসিসি সিগন মডেলের গাড়িটি বাইরের দেশের সমোমনা ক্যাটাগরির গাড়ির থেকে বেশ উন্নত।
জানা যায়, ১৯শে ডিসেম্বর রাজধানীর তেঁজগাও পিএইচপি অটোমোবাইলসের শো-রুমে ২০২১ মডেলের এ গাড়িটির উদ্বোধন করেন পিএইচপি।
জানা যায় পিএইচপি কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. মহসীন ২০২১ মডেলের এ গাড়িটির উদ্বোধন করেন; সেই সময় পিএইচপি অটোমোবাইলসের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন।
উল্লেখ্য যে, ২০১৫ সালে সেডান কার তৈরির ঘোষণা দিয়েছিল পিএইচপি কোম্পানী। ঘোষণার পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশের বাজারে গাড়ি নিয়ে এলো তারা।
গাড়িটির ব্যাপারে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আক্তার পারভেজ সাংবাদিকদের বলেন, ‘১৫০০ সিসির এ গাড়িটি দেশেই তৈরি করা হয়েছে।
তবে উল্লেখ্য যে গাড়িতে আনা হয়েছে নতুনত্ব। গ্রিন, ইন্টেরিয়র, বাম্পার, গিয়ার বক্স, কুশনসহ ইঞ্জিনে আনা হয়েছে বেশ পরিবর্তন। যা দেশের বাইরে থেকে আমদানীকৃত গাড়ির থেকেও উন্নত।
আরো পড়তে পারেনঃ
(ক) কিস্তিতে মোটরসাইকেল কিনতে যেসব বিষয় জানা জরুরী!
(খ) এখন থেকে মোবাইল ক্যাশ আউট চার্জ হাজারে ৭ টাকা..!
(গ) কানাডায় জব না ইমিগ্রেশন কোনটি আগে দরকার?
ব্যবস্থাপনা পরিচালক মো. আক্তার পারভেজ আরও বলেন, ‘গাড়িটি দেশের বাজারে পরিবর্তন ঘটাবে; ঢাকার মার্কেটে একটি বড় ধরনের পরিবর্তন আসবে এটা আশা করাই যায়।
তবে মানুষকে দেশের তৈরি গাড়ি কেনার ক্ষেত্রে আগ্রহ বাড়াতে হবে; এতে দেশের অর্থনীতির ভিত্তি মজবুত হবে বলে আশাবাদী।’ বাংলাদেশে প্রথম প্রাইভেট কার তৈরি করলো পিএইচপি
বাংলাদেশের মানুষদের বেশির ভাগ সময়ই রিকন্ডিশনড গাড়ি কিনতে দেখা যায়; সেসব গাড়ির দাম পিএইচপির এই ব্রান্ড নিউ গাড়ির চাইতে বেশি দাম পড়ে।
তবে, যেহেতু এই গাড়ির নানা পার্টস তৈরি ও সংযোজন দেশেই তৈরি হচ্ছে তাই পিএইচপির এই গাড়ির দাম প্রায় ৩০ শতাংশ কমে যাবে বলে জানান তিনি। আর ব্রান্ড নিউ গাড়ি কেনা যাবে খুব কম দামেই।
আক্তার পারভেজ জানান, গাড়ির বিক্রির পর বিক্রয়োত্তর সেবা অনেক ভালো হবে বলে আশাবাদী; তিনি আরো বলেন, অনলাইনে স্পেয়ার পার্টস অর্ডার করার ২৪ ঘণ্টার মধ্যেই সরবরাহ করা সম্ভব হবে।
দেশের তৈরি নতুন গাড়ি উদ্বোধনী অনুষ্ঠানে পিএইচপির নির্বাহী পরিচালক তাহসির করিম ছাড়াও কোম্পানির অনেকেই উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে সবাই মিলে গাড়িটি রাস্তায় চালিয়ে পরীক্ষা করেন।