
বর্তমান ডিজিটাল দুনিয়ার সবার হাতে হাতে রয়েছে স্মার্ট ফোন। বড়দের পাশাপাশি এই স্মার্ট ফোনগুলি দিনের অনেকটা সময় বাচ্চাদের হাতে হাতেও ঘুরে বেড়াতে দেখা যায়। আপনার মোবাইলের পর্নসাইট বন্ধ করবেন যেভাবে (ভিডিওসহ)
গেইম, কার্টুন, ইউটিউব ইত্যাদির অজুহাতে এখন অপ্রাপ্তবয়স্কদেরও পছন্দের তালিকায় উঠে এসেছে এইসব মোবাইলফোন গুলো।
ব্যবহারের মাঝে এদিক সেদিক ক্লিক করাতেই আপনার অজান্তে ওপেন হয়ে যাচ্ছে নানান অ্যাডাল্ট সাইট; যা সত্যিই খুবই বিব্রতকর এবং অন্যদিকে বাচ্চাদের মানসিক বিকাশের জন্য তা খুব ভয়ংকরও বটে। আপনার মোবাইলের পর্নসাইট বন্ধ করবেন যেভাবে (ভিডিওসহ)
বিশ্বে ৩২৭ কোটি মানুষের পাসওয়ার্ড হ্যাক: সবচেয়ে বড় সাইবার আক্রমন
এমন বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচতে আপনার স্মার্ট ফোনটিতে ছোট্ট একটি সেটিংস করে নিতে পারেন; আপনার স্মার্ট ফোনটির এই সেটিংসটি করা থাকলে মোবাইলে কখনোই আজেবাজে সাইট চালু হবার পরিস্থিতি সৃষ্টি হবে না; স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে আপনার মোবাইলের অ্যাডাল্ট সাইটগুলো ।
সার্চবারে গিয়ে সার্চ করলেও কেউ বাজে সাইট খুঁজে পাবেনা। আপনার ঘরে থাকা মোবাইলগুলোতে সেটিংসটি ঝটপট এখনই করে রাখুন। অন্ততঃপক্ষে কিছুটা নিশ্চিন্ত থাকলেও থাকা যেতে পারে। আপনি এটি নিজে করুন, আর অন্যকেও এটি করতে উদ্বদ্ধ করুন। আগামী প্রজন্ম বেড়ে উঠুক সুস্থ মস্তিষ্ক নিয়ে।
করোনা টিকার নোটিফিকেশন চালু করতে যাচ্ছে ফেসবুক!
যেভাবে সেটিংসটি করবেন :
চলুন জেনে নেয়া যাক, কীভাবে ফোনের সেটিংস থেকে সকল প্রকার পর্নসাইট একবারে বন্ধ করে দিতে পারবেন; যা করার পর গুগলে সার্চ দিয়েও কোনো পর্নসাইট খুঁজে পাওয়া যাবে না।
সেটিংস এর শুরুতে আপনাকে আপনার ফোনের সেটিংসের Wireless Connections অপশনে যান। সেখানে যাবার পর, Private DNS অপশনটিতে যেতে হবে; তবে বলে রাখা ভালো যে, কিছু কিছু ফোনে Private DNS অপশনটি সেটিংস এর অন্য জায়গায়ও থাকতে পারে।
সেক্ষেত্রে ফোনের পর্নসাইট বন্ধ করার জন্য এই Private DNS অপশনটিই প্রয়োজন হবে। তাই, আপনার ফোনের সেটিংস থেকে Private DNS অপশনটি খুঁজে বের করতে হবে। তারপর, Private DNS অপশনটিতে ক্লিক করার পর সেখানে তিনটি অপশন পাবেন। এর মধ্যে একটি অপশনে ক্লিক করলে তা এডিট করা যায়। যেটিতে এডিট করা যায়, সেটিতে adult-filter-dns.cleanbrowsing.org লিখে সেভ করে দিন।
জানতে পারেন- চার উপায়ে জানা যাবে অজ্ঞাত নম্বরের তথ্য
এতটুকু করলেই সমস্ত পর্নসাইট আপনার ফোন থেকে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ; এভাবেই আপনার ফোনথেকে কোনো রকম পর্নসাইট আর খুঁজে পাওয়া যাবে না। আপনার মোবাইলের পর্নসাইট বন্ধ করবেন যেভাবে (ভিডিওসহ)
উক্ত সেটিংসটি নিচে একটি ফোনে করে দেখানো হলো। নিম্নোক্ত ফোনটির এডিট অপশনটি Designated Private DNS নামে দেওয়া ছিল। কিছু কিছু ফোনে আবার এটি Private DNS provider hostname নামেও থাকে।
সূত্র: Police Cyber Support for Women.
আপনার মোবাইলের পর্নসাইট বন্ধ করবেন যেভাবে (ভিডিওসহ)
বিশ্বে ৩২৭ কোটি মানুষের পাসওয়ার্ড হ্যাক: সবচেয়ে বড় সাইবার আক্রমন
#করোনা টিকার নোটিফিকেশন চালু করতে যাচ্ছে ফেসবুক!
স্পেস স্টেশনের ক্যামেরায় ধরা পড়া পৃথিবীর ভুতুড়ে আলো (ভিডিও)
চার উপায়ে জানা যাবে অজ্ঞাত নম্বরের তথ্য
#আমাদের মহাকাশে গোপন ‘সুপার-হাইওয়ে নেটওয়ার্ক’
বিরল প্রজাতীর গিরগিটির দেখা মিললো প্রায় শতবর্ষ পর।