২০৬৪ সালের মধ্যে আমাজন বন বিলিন হতে পারে !
২০৬৪ সালের মধ্যে আমাজন বন বিলিন হতে পারে ! ! ২০১৩ সাল থেকে এই বনাঞ্চলের অগ্নিকাণ্ড প্রায় দ্বিগুণ হারে বেড়ে গেছে; মানবসৃষ্ট অগ্নিকাণ্ডে ব্রাজিলের বনটির ২০২০ সালের প্রথম চার মাসে প্রায় ১ হাজার ২০২ বর্গকিলোমিটার এলাকা পুড়ে নিঃশেষ হয়ে গেছে।
আমাদের বায়ুমণ্ডলের ২০ শতাংশ অক্সিজেন উৎপন্ন হয় এই আমাজন বনাঞ্চল থেকে; পৃথিবীর বুকে জীববৈচিত্র্যকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই আমাজন বন; যুক্তরাষ্ট্রের একজন বিজ্ঞানী আশঙ্কা প্রকাশ করে বলেন, ২০৬৪ সালের মধ্যে এই রেইন ফরেস্ট বা অতিবৃষ্টি অরণ্য বিলীন হয়ে যেতে পারে !
ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক রবার্ট টুভে ওয়াকারের নতুন গবেষণায় এ ভয়াবহ তথ্য উঠে আসে; রবার্ট টুভে ওয়াকারের মতে, শুকনো মৌসুম বৃদ্ধির ফলে আমাজনের পরিবেশ দিন দিন ভয়ংকর রূপ ধারণ করছে।
আরো পড়তে পারেনঃ
এখন থেকে মোবাইল ক্যাশ আউট চার্জ হাজারে ৭ টাকা..!
প্রচন্ড খরা থেকে মুক্তি লাভের জন্য চার বছরের বেশি সময় প্রয়োজন হলে কোনো বনাঞ্চল টিকে থাকতে পারে না; টুভে ওয়াকার আরো জানান, বর্তমান পরিস্থিতির যদি পরিবর্তন না হয় তাহলে ২০৬৪ সালের মধ্যে আমাজন বন বিলুপ্ত হয়ে যাবে।
গেল বছর আমাজনের দাবানল কিন্তু পুরো বিশ্বের ঘুম কেড়ে নিয়েছিল। ২০১৩ সাল থেকে এই বনাঞ্চলের অগ্নিকাণ্ড প্রায় দ্বিগুণ হারে বেড়ে চলেছে।
শুধুমাত্র ২০২০ সালের প্রথম চার মাসেই মানবসৃষ্ট অগ্নিকাণ্ডে ব্রাজিলের বনটির প্রায় ১ হাজার ২০২ বর্গকিলোমিটার এলাকা পুড়ে নিঃশেষ হয়ে গিয়েছিল।
ওয়াকারের এক নতুন গবেষণার মাধ্যমে জানা যায় যে ইতিমধ্যে আমাজনের দক্ষিণ অংশের ৩০-৫০ শতাংশ গাছপালা উজাড় করা হয়ে গেছে যার ফলে ৪০ শতাংশ বৃষ্টি কমে যেতে পারে; এভাবে বৃক্ষ নিধনের ফলে ওই অঞ্চলের বৃষ্টিপাতের সম্ভাবনা দিন দিন কমে যাচ্ছে, যা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করবে।
কিস্তিতে মোটরসাইকেল কিনতে যেসব বিষয় জানা জরুরী!
আমাজনের এই পরিস্থিতির জন্য সরকারের নীতিমালাকে দায়ী করেছেন এই ভূতাত্ত্বিক; মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নের মতো দেশগুলোর সাথে বাণিজ্যিক চুক্তি ব্রাজিলের কৃষিখাতে ব্যাপক প্রভাব ফেলেছে।
ব্রাজিলের ৩০০ অধিবাসীর প্রতিনিধিত্বকারী সোনিয়া গুয়াযাযারা বলেন, ‘সরকার আমাদের অধীনে থাকা অঞ্চলগুলোকে বৃহত্তর কৃষিখাতে হস্তান্তর করতে চায়।
সরকারের এমন সিদ্ধান্তের আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই; সরকারের নানা ধরনের বিদ্বেষমূলক বক্তব্যের কারণেই বন উজারের মতো ঘটনা ঘটছে’।
কানাডায় জব না ইমিগ্রেশন কোনটি আগে দরকার?
অপরদিকে ওয়াকার ধারণা পোষন করে বলেন, ব্রাজিল সরকারের এমন সিদ্ধান্তের ফলে নিকট ভবিষ্যতে ওই আমাজনের ২৫ শতাংশ বনাঞ্চল বিলীন হয়ে যাবে; আর খরা পরিস্থিতির বিস্তৃতির ফলে আগামী ২০৬৪ সালের মধ্যে বনটি পৃথিবীর বুক থেকে পুরোপুরি বিলীন হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।
সূত্র : সায়েন্স এলার্ট ও ওয়াইওন