এবার নববধূ রূপে ট্রান্সজেন্ডার নারী তাসনুভা আনান শিশির
বর্তমান সময়ে তাসনুভা আনান শিশির একটি আলোচিত নাম; রূপান্তরিত (ট্রান্সজেন্ডার) নারী হয়ে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন তিনি। এবার নববধূ রূপে ট্রান্সজেন্ডার নারী তাসনুভা আনান শিশির
বাংলাদেশে প্রথম টেলিভিশনে সংবাদ পাঠের সুযোগ পাওয়া ট্রান্সজেন্ডার নারী তাসনুভা; তার এই সাহসী পথচলা এখন অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।
এবার তিনি সম্পুর্ণ নতুন সাজে সেজেছেন। তবে বিয়ের পাত্রী হিসেবে নয়, আহাম ফ্যাশন হাউসের ফটোশুটের জন্য তাকে নববধূ সাজানো হয়েছে। অর্থাৎ এবার মডেল হিসেবে তাসনুভার আনান শিশির এর আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে।
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হলেন বাংলাদেশের মডেল ইশরাত তন্বী।
শুক্রবার (২ এপ্রিল) রাজধানীর বারিধারায় আহাম কার্যালয়ে গৌতম সাহার কোরিওগ্রাফিতে শিশির ক্যামেরার সামনে দাঁড়ান। এবার নববধূ রূপে ট্রান্সজেন্ডার নারী তাসনুভা আনান শিশির
এ প্রসঙ্গে তাসনুভা আনান শিশির বলেন, এবার আহাম নামের নতুন একটি ব্র্যান্ডের জন্য ব্রাইডাল শুট করেছি। এ জন্য আমাকে সাজতে হয়েছে নববধূর সাজে। তবে এ কাজ করতে গিয়ে আমার অনেক অভিজ্ঞতা হলো।
কথা প্রসঙ্গে তাসনুভা ভবিষ্যতে কি মডেলিংয়ে যাচ্ছে ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত মাস্টার্স শেষ করতে চাই; এর মধ্যে ভালো কাজের সুযোগ থাকলে সেগুলো করবো।
আপাতত এখন পড়াশোনা আর টিভি চ্যানেলে নিউজ পড়া নিয়েই ব্যস্ত থাকতে চাই; অবশ্য ইতিমধ্যে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। সেগুলোর শুটিং শুরু হলে তাও করতে হবে।
রানা প্লাজা ট্রাজেডিতে বেঁচে যাওয়া রেশমা এখন কোথায় কেমন আছেন?
সংবাদ পাঠিকার কাজটি বেশ উপভোগ করছেন জানিয়ে এই রূপান্তরিত নারী বলেন, এটি খুবই সম্মানজনক পেশা; আমি মনে করি আমার জীবনের সন্মানের যদি কোনো জায়গা হয় তবে এই কাজটি হবে মাইলফলক।
এর মাধ্যমে আমাদের ট্রান্স মেয়েদের কাজের সুযোগ তৈরি হলো; সে ক্ষেত্রে নিজেদের যোগ্যতা বড় একটি বিষয়; এবার নববধূ রূপে ট্রান্সজেন্ডার নারী তাসনুভা আনান শিশির
ভিডিওটি দেখতে পারেন:
বধূ সেজে রূপান্তরিত নারী তাসনুভা আনান | Tasnuva Anan Shishir | Somoy Entertainment
- Published in Breaking News, FEATURED, বিনোদন, শো-বিজ
- 1
- 2