গুগল ম্যাপে যোগ করতে পারবেন নিজের বাড়ির রাস্তা! খুব সহজেই
অনলাইন জায়ান্ট গুগল তার ব্যবহারকারীদের জন্য একের পর এক দারুণ সব ফিচার নিয়ে আসছে অনবরত; এই ফিচারের অংশ হিসেবে এবার গুগল ম্যাপে আপনি চাইলেই আপনার বাড়ির রাস্তা নিজেই যোগ করে নিতে পারবেন খুব সহজেই; গুগল ম্যাপে যোগ করতে পারবেন নিজের বাড়ির রাস্তা! খুব সহজেই
জানতে পারেন- চার উপায়ে জানা যাবে অজ্ঞাত নম্বরের তথ্য
গুগল ম্যাপের নতুন এই সংযোজিত ফিচারের মাধ্যমে ম্যাপের যেখানে কোন রাস্তা নেই সেখানেও রাস্তা একে তার নামকরণ পর্যন্ত করতে পারবেন ব্যবহারকারীরা;
এটার মাধ্যমে শুধু তাই না, রাস্তার নাম ভুল হলে সেই নাম সংশোধন, ভুল রাস্তা ম্যাপে থাকলে তা থেকে মুছে দেয়া বা রাস্তার স্থান পরিবর্তন করার মতো একাধিক সুবিধা পাওয়া যাবে নতুন এই ফিচারে;
স্পেস স্টেশনের ক্যামেরায় ধরা পড়া পৃথিবীর ভুতুড়ে আলো (ভিডিও)
এ ব্যাপারে গুগল জানায়, ম্যাপে রাস্তা যোগ করতে হলে ব্যবহারকারীদের একটি পিন ড্রপ করে সেই রাস্তা বরাবর পিন ড্র্যাগ করে সংশ্লিষ্ট নাম দিয়ে সাবমিট করতে পারবে। মানুষের সুবিধার্থেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানায় গুগল।
এগুলো জানুন- আমাদের মহাকাশে গোপন ‘সুপার-হাইওয়ে নেটওয়ার্ক’
তবে এক্ষেত্রে গুগলের পক্ষ থেকে বেশকিছু গাইডলাইন মেনে চলতে হবে ব্যবহারকারীদের; আদৌ সঠিক রাস্তা যোগ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখবে গুগল। ইচ্ছাকৃত হয়রানির জন্য রাস্তা সংযোগ হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
করোনা টিকার নোটিফিকেশন চালু করতে যাচ্ছে ফেসবুক!
সর্বোপরি রাস্তা যোগ করার পর তা ৭ দিন রিভিউ করবে গুগল; পাশাপাশি ফটো আপডেটস নামে আরও একটি নতুন ফিচার নিয়ে আসছে গুগল; এই ফিচারে যেকোন স্থানের ফটো অ্যাড করে তার বিষয়ে ছোট রিভিউও লেখা যাবে। গুগল ম্যাপে যোগ করতে পারবেন নিজের বাড়ির রাস্তা! খুব সহজেই
কেএফ
আরো জানুনঃ
বিরল প্রজাতীর গিরগিটির দেখা মিললো প্রায় শতবর্ষ পর।
# বিশ্বে ৩২৭ কোটি মানুষের পাসওয়ার্ড হ্যাক: সবচেয়ে বড় সাইবার আক্রমন
পৃথিবী থেকে যেভাবে দেখা যাবে ধূমকেতু নিওওয়াইজ
- Published in Breaking News, FEATURED, বিজ্ঞান ও প্রযুক্তি