যুক্তরাষ্ট্রে বন্দুক কেনার বিষয়টি যে কারণে কঠোর হওয়া উচিত
গণহত্যা বা এরকম কোন হত্যার উদ্দেশ্য সব সময় এক রকম হয় না; সেদিন বাফেলোতে যে কিশোরটি ১০ জনকে গুলি করে হত্যা করেছিল, তাদের বেশিরভাগই ছিল কৃষ্ণাঙ্গ; যুক্তরাষ্ট্রে বন্দুক কেনার বিষয়টি যে কারণে কঠোর হওয়া উচিত
তাই ধারণা করা যায়, ওই কিশোর ছিল একজন বর্ণবাদী। যুক্তরাষ্ট্রে বন্দুক কেনার বিষয়টি যে কারণে কঠোর হওয়া উচিত।
অপরদিকে ৬৮ বছর বয়সী এক ব্যক্তি গত ১৬ মে ক্যালিফোর্নিয়ার একটি গির্জায় একজনকে হত্যা করেন; সে সময় পাঁচজন আহত হয়। পরে জানা যায়, ওই ব্যক্তি তাইওয়ানের লোকজনকে ঘৃণা করতেন।
জানা থাকা ভালঃ- মার্কিন ইতিহাসে বিতর্কিত সব নির্বাচন….!
টেক্সাসের একটি স্কুলে এবং তার আশেপাশে গত ২৪ মে কমপক্ষে ২১ জনকে হত্যা করেন সালভাদর রামোস; কিন্তু কী কারণে তিনি এই কাজে অনুপ্রাণিত হয়েছিলেন তা স্পষ্ট নয়; আর এ বিষয়ে সদুত্তর দেওয়ার জন্য রামোস এখন বেঁচেও নেই।
প্রতিটি ঘটনা আলাদা হলেও এই ভয়াবহতায় একটি বিষয়ে মিল আছে; আর তা হলো হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র; খুন বা হত্যার জন্য সহজ এবং নির্ভরযোগ্য হাতিয়ার হচ্ছে বন্দুক।
একটি বন্দুক ও প্রচুর গোলাবারুদসহ একজন ব্যক্তির পক্ষে ছুরি, একটি ভোঁতা বস্তু বা খালি হাতে যতটা সম্ভব তার চেয়ে দ্রুত এবং অনেক কম শারীরিক পরিশ্রমে অনেক বেশি লোককে হত্যা করা সম্ভব।
জানতে পারেনঃ- যুক্তরাষ্ট্রে যে প্রক্রিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হয়!
রামোস যে অস্ত্র ব্যবহার করেছিলেন তা উচ্চ ক্ষমতার ম্যাগাজিনসহ একটি মিলিটারি স্টাইলের অ্যাসল্ট রাইফেল; যতক্ষণ পর্যন্ত তিনি গুলিবিদ্ধ না হয়েছেন ততক্ষণ তিনি গুলি চালিয়ে গেছেন। ওই হামলায় নিহতদের বেশিরভাগই ছিল শিশু।
ফলে এই হত্যাকাণ্ডের ঘটনা যেন সবাইকে আরও বেশি ভাবিয়ে তুলছে; যুক্তরাষ্ট্রে বন্দুকের সহজলভ্যতা পরিস্থিতিকে আরও মারাত্মক করে তুলতে পারে এমনটাই এখন আশঙ্কা হয়ে দাঁড়িয়েছে।
একজন ডাকাত যার কাছে বন্দুক থাকে, তার হত্যা করার সম্ভাবনা বেশি; একই রকম ভাবে আগ্নেয়াস্ত্র হাতে থাকলে ঘরোয়া ঝগড়াও শেষ পর্যন্ত মৃত্যু ঘটাতে পারে। অন্য সব উপায়ের চেয়ে বন্দুক দিয়ে আত্মহত্যার প্রচেষ্টা বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়।
জানতে পারেনঃ- যুক্তরাষ্ট্রে যে প্রক্রিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হয়!
ইংল্যান্ড এবং ওয়েলসে পুলিশ ২০২১ সালে মাত্র দুজনকে গুলি করে হত্যা করেছে; কিন্তু একই সময়ে যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে নিহত হয়েছে ১ হাজার ৫৫ জন। হত্যাকাণ্ডের এই সংখ্যার বৈষম্যের মূল কারণ এই নয় যে, ইংরেজ পুলিশরা ভদ্র বা কম বর্ণবাদী। এর পেছনে মার্কিন জনগণও অনেকটা দায়ী।
পুলিশের হাতে নিহতদের অধিকাংশই ছিল সশস্ত্র, বাকিদের অনেকের ক্ষেত্রেই হয়তো ভুলক্রমে এমন ঘটনা ঘটেছে; বন্দুকের সহজলভ্যতাও এর মধ্যে একটি প্রধান কারণ; যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ড বা খুনের ঘটনা অন্যান্য ধনী দেশগুলোর তুলনায় চার বা পাঁচগুণ বেশি।
ধারণা করা যায় যে, যুক্তরাষ্ট্রের প্রায় প্রতিটি পরিবারেই কারও না কারও কাছে ব্যক্তিগত ব্যবহারের জন্য বন্দুক রয়েছে; ২০২০ সালে আমেরিকায় ৪৫ হাজারেরও বেশি মানুষ আগ্নেয়াস্ত্র সম্পর্কিত আঘাতের কারণে মারা গেছে; গাড়ির দুর্ঘটনায় যত তরুণ মারা যায় তার চেয়ে বেশি নিহত হচ্ছে বন্দুক হামলায়।
পড়তে পারেনঃ- ট্রাম্পকে একেবারেই নিষিদ্ধ করে দিল টুইটার।
ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে এমন আইন করা উচিত যেন যে কেউ চাইলেই বন্দুকের মালিক হতে না পারে। প্রতিটি বন্দুক লাইসেন্সপ্রাপ্ত এবং নিবন্ধিত হওয়া উচিত। বন্দুক কেনার অনুমতি পেতে গেলে লোকজনের সব ধরনের তথ্য যাচাই বাছাই করতে হবে।
আর এই প্রক্রিয়া খুব ধীর হওয়া উচিত যেন রাগের মাথায় কেউ চাইলেই বন্দুক কিনতে সক্ষম না হন; তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, বেসামরিক লোকজনের জন্য বন্দুক সহজলভ্য হওয়া একেবারেই উচিত নয়।
- Published in Breaking News, Editorial, Fashion, FEATURED, Latest, আন্তর্জাতিক, খবর, মার্কিন যুক্তরাষ্ট্র