ভারতী কিশোর এখন গুগলের উচ্চ পদস্থ কর্মী!
হর্ষিত শর্মা। চণ্ডীগড়ের এক ছাত্র। গুগলে চাকরি পেল সে। তবে যে সে চাকরি নয়, উচ্চবেতনের চাকরি; সে এখন ভারতী কিশোর এখন গুগলের উচ্চ পদস্থ কর্মী! তাঁর বেতন বছরে ১.৪৪ কোটি টাকা। কিন্তু এই ভারতীয় কিশোরকে কেন এত বেতনের চাকরি দিল গুগল?
জানা গিয়েছে, এক বছর ট্রেনি হিসেবে গুগলে কাজ করবে হর্ষিত। ট্রেনিংয়ের সময়ে মাসে চার লক্ষ টাকা করে স্টাইপেন্ড পাবে সে। এক বছরের এই ট্রেনিংয়ের পর ১২ লক্ষ টাকা মাসিক বেতনের চাকরি করবে ওই ছাত্র। এই মাসেই আমেরিকায় গুগলের চাকরিতে যোগ দেবে হর্ষিত।
বিরল প্রজাতীর গিরগিটির দেখা মিললো প্রায় শতবর্ষ পর।
এই প্রসঙ্গে চণ্ডীগড়ের ছাত্র হর্ষিত জানিয়েছে যে, সে মাঝে-মধ্যেই অনলাইনে চাকরির খোঁজ করত । গত মে মাসে সে এই চাকরির জন্য আবেদন করে। অনলাইনেই হয় তার ইন্টারভিউ।
গত ১০ বছর ধরে তার গ্রাফিক ডিজাইনিং-এর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে । তার ডিজাইন করা পোস্টার দেখেই তাকে বেছে নেয় গুগল। জুন মাসে তার কাছে গুগলের অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে ।
খবর অনুযায়ী, গর্ভমেন্ট মডেল সিনিয়র সেকেন্ডারী স্কুল থেকে দ্বাদশ শ্রেণী পাশ করেছে হর্ষিত।
আমাদের মহাকাশে গোপন ‘সুপার-হাইওয়ে নেটওয়ার্ক’
গুগলের ডিজাইনিং টিমে যোগ দিতে চলেছে হর্ষিত। চণ্ডীগড়ে গভমেন্ট মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র সে; জানা গিয়েছে,এক বছর ট্রেনি হিসেবে গুগলে কাজ করবে হর্ষিত। ট্রেনিং পিরিয়ডে মাসে চার লক্ষ টাকা করে স্টাইফেন পাবে সে।
এক বছরের এই ট্রেনিং পিরিয়ডের পর ১২ লক্ষ টাকা মাসিক বেতনের চাকরি করবে ওই ছাত্র; ভারতী কিশোর এখন গুগলের উচ্চ পদস্থ কর্মী!
হর্ষিত জানিয়েছে সে অনলাইনে চাকরির খোঁজ করত মাঝে-মধ্যেই। গত মে মাসে সে এই চাকরির জন্য আবেদন করে; অনলাইনেই হয় ইন্টারভিউ। গত ১০ বছর ধরে তার গ্রাফিক ডিজাইনিং-এর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে বলে জানিয়েছে হর্ষিত।
তার ডিজাইন করা পোস্টার দেখেই তাকে সিলেক্ট করে গুগল; জুন মাসে তার কাছে আসে গুগলের অ্যাপয়েন্টমেন্ট লেটার।
এর আগে অনেক বলিউড ও হলিউড স্টারদের পোস্টার বানিয়েছে সে। স্কুলে পড়তেই ৪০-৫০,০০০ টাকা রোজগারও করেছে; প্রধানমন্ত্রীর ডিজিটাল ইন্ডিয়া স্কিমে সে ৭০০০ টাকা পুরস্কারও পেয়েছে। হর্ষিতের বাবা-মা স্কুল টিচার। স্বাভাবিকভাবেই ছেলের এই খবরে তারা গর্বিত
সুত্রঃ কলকাতা ২৪/৭